ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক ...

চট্টগ্রাম: নগরের খুলশীতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো.মোতালেব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৫ জানুয়ারি) সকালে এ তথ্য দেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

মোতালেব স্থানীয় জালালাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।  

র‌্যাব সূত্রে জানা যায়, গত রোববার জালালাবাদ এলাকায় মো. মোতালেব দশ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুর মা খুলশী থানায় মামলা করেন।  

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, নগরের রেল স্টেশন এলাকা থেকে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে মোতালেবকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।