ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিপইয়ার্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
শিপইয়ার্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু ফাইল ছবি।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের মাদামবিবির হাট এস এল শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় জাহাজ থেকে নিচে পড়ে রণবিক্রম ত্রিপুরা (২৭) নামের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

রণবিক্রম খাগড়াছড়ির পানছড়ি থানার খর্গপাড়ার ধরেন্দ্র ত্রিপুরা ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, দায়িত্ব পালনকালে হঠাৎ জাহাজ থেকে নিচে পড়ে যায় রণবিক্রম।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।