ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা ...

চট্টগ্রাম: চন্দনাইশের দেওয়ানহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় মো. আব্বাস (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।  

আব্বাস সাতকানিয়ার মহিশামোড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, চন্দনাইশ থানার দেওয়ানহাট এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করার খবর পেয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালানো হয়।   র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আব্বাসকে আটক করা হয়।

তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেট হতে ৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।  

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল আব্বাস। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।