ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের টিকা: আগ্রাবাদ কেন্দ্র এখন এমএ আজিজ স্টেডিয়ামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
শিক্ষার্থীদের টিকা: আগ্রাবাদ কেন্দ্র এখন এমএ আজিজ স্টেডিয়ামে ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের বিদ্যালয় ও কলেজগুলোর ১২-১৮ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধে তিনটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। সেগুলো হচ্ছে- এমএ আজিজ স্টেডিয়াম, আসকার দীঘির পাড়ের রীমা কনভেনশন সেন্টার ও সিরাজউদদৌলা সড়কের হল সেভেন ইলেভেন।

এর মধ্যে এমএ আজিজ স্টেডিয়াম কেন্দ্রটি আগ্রাবাদ এক্সেস রোডের আবদুল্লাহ কমিউনিটি সেন্টারের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে ৩টি কেন্দ্রে টিকা নিচ্ছে শিক্ষার্থীরা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের তিনটি কেন্দ্রে ১৭ হাজার ৭০৬ জন শিক্ষার্থীকে দ্বিতীয় দফা ১ম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন ( ফাইজার) দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।