ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনার শুরু থেকে সুরক্ষা ও ত্রাণ নিয়ে মানুষের পাশে আ.লীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
করোনার শুরু থেকে সুরক্ষা ও ত্রাণ নিয়ে মানুষের পাশে আ.লীগ ...

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা যেকোনো দুর্যোগে মানুষের পাশে ছিল। করোনার শুরু থেকে সুরক্ষা ও ত্রাণসামগ্রী নিয়ে মানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ।

যতদিন করোনা থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে। আর একটি দল আছে যেখানে ঘরে বসে মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করছে।
আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। মানুষের সেবাই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার ( ১৩ জানুয়ারি)  ডিসি রোড পশ্চিম বাকলিয়ায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিবরিয়া নুর ফাউন্ডেশনের উদ্যােগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ এড়াতে জনসচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়েছে।

পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের ২ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক নিজাম কাদের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো.গোলাম কাদের হেলালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন আহমেদ চৌধুরী, সহ-সভাপতি সিরাজুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আকবর আলী আকাশ, বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য রহমতউল্লাহ্ ফরহাদ, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ মিন্টু, ৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম, যুবলীগ নেতা হোছাইন উল্লাহ্ রিপন, মনি, ইমরান, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস নোমান সাঈফ, চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিএম তাওসীফ, ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাদের,  ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, বন্ধন সেন, জাহেদ হোসেন ফারুক, শাহদাত হোসেন, মেহেদী হাসান, কাইয়ুম শাহ্, আব্দুল হান্নান শাহ্, হামীম আল আবির, রকিবুল ইসলাম, পিয়াস আইচ, আনাস, আম্মার ও সামি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫৩ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।