চট্টগ্রাম: নগরের সিআরবিতে ভারি যানবাহন চলাচল বন্ধে তিন দিকে গেইট নির্মাণ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পূর্বাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিআরবি এলাকায় যানচলাচল বন্ধে তিনটি প্রবেশ পথে গেইট নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
জানা গেছে, কদমতলী সিএনজি স্টেশন মুখ থেকে সিআরবি এলাকায় প্রবেশ পথের দু’পাশে আরসিসি পিলার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। সড়কে লোহার গেইট লাগানোর জন্য দুটি পিলার তৈরি করা হচ্ছে। উম্মুক্ত বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন সিআরবিতে প্রবেশের মুখ এবং পোলোগ্রাউন্ড টাইগারপাস সড়ক দিয়ে সিআরবি এলাকায় প্রবেশের পথে মোট ৩টি গেইট নির্মিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বিই/টিসি