চট্টগ্রাম: চট্টগ্রামে করোনার সংক্রমণ যেন লাগামহীন। শনিবার যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯ জন, সেখানে রোববার (১৬ জানুয়ারি) আক্রান্ত হয়েছেন ৫৫০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৯৮৩টি। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬২ জন মহানগর এলাকার ও ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআর/এসি/টিসি