ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করেন বক্তব্য দেন সমাজসেবক ফরিদ মাহমুদ

চট্টগ্রাম: সমাজসেবক, রাজনীতিক ফরিদ মাহমুদ বলেছেন, একটি মহল গুজব ছড়িয়ে, ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে নালিশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার রাজনীতি করে। এভাবে তারা দেশের ক্ষমতায় বসতে চায়।

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করেন। দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাই দেশের মানুষ বোঝে কোনটি তাদের জন্যে মঙ্গল, কোনটি খারাপ।

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, এতিম ও সংস্কৃতিকর্মীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের প্রিয়া কমিউনিটি সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লায়ন সুজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, কবি আশীষ সেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, নগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া।

বক্তব্য দেন শিক্ষক বিজয় শংকর, সঙ্গীত শিক্ষক রুপম মুৎসুদ্দী টিটু, কবি সজল দাশ, দীলিপ সেনগুপ্ত, দুলাল কান্তি বড়ুয়া, এম মনজুর আলম, অচিন্ত্য কুমার দাশ, বিপ্লব বর্ধন, কানুরাম দে, সুমন চৌধুরী, মাওলানা মোহাম্মদ আইয়ুব, রতন ঘোষ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি ফরিদ মাহমুদ কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।