ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
লোহাগাড়ায় পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত 

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে।  

শনিবার (২২ জনুয়ারি) বিকেলে আধুনগর ইউনিয়নের হাতিয়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ট্রাক চালক মো. আরিফুল ইসলাম (২৮) ও হেলপার মো. কাউছার আহমদ হৃদয় (৩১)। উভয়ের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার দক্ষিণ চর আবাবিল এলাকায়।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কাঁচা টমেটো নিয়ে  যাচ্ছিল ট্রাকটি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাতিয়ারকুল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  

দোহাজারী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) নাজিমুল হক বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার আহত হয়। তাদের উদ্ধার করে লোহাগাড়ার উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি থানায় আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।