ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিকা সনদ না দেখে খাবার: ৬ রেস্টুরেন্টকে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
টিকা সনদ না দেখে খাবার: ৬ রেস্টুরেন্টকে জরিমানা  ...

চট্টগ্রাম: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও সরকার ঘোষিত বিধিনিষেধ না মানা ও গ্রাহকদের টিকা সনদ না দেখে খাবার পরিবেশন করায় ৬ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে নাসিরাবাদের সুলতান ডাইনকে ১০ হাজার, তেরাকোটা রেস্টুরেন্টকে ৫ হাজার, হোয়াইট রেবিটকে ৫ হাজার, ক্রেবকে ৫ হাজার, লালদীঘির পাড় এলাকার নিউ মালঞ্চকে ২ হাজার ও পড়শী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  

অভিযানকালে গ্রাহকদের টিকা সনদ দেখা ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নিদর্শনা দেওয়া হয়।

এ ছাড়া আন্দরকিল্লা এলাকায় ফুটপাতে ব্যবসা করার দায়ে ৬ জনকে জরিমানা করা হয়।  

অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুুলিশ।  

>> করোনার নিষেধাজ্ঞা না মানায় ৯ রেস্টুরেন্টকে জরিমানা

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।