ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের পাশে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
শীতার্তদের পাশে পুলিশ ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ সদস্যরা

চট্টগ্রাম: শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল মানুষকে রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।  

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগর ও নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায় তাদের।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন।  

জয়নুল আবেদীন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে আমরা অসহায় মানুষ খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করছি।

নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষকেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।