ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্রু সংকট, নাজিরহাটগামী ট্রেনের যাত্রা বাতিল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ক্রু সংকট, নাজিরহাটগামী ট্রেনের যাত্রা বাতিল  ...

চট্টগ্রাম: ক্রু (লোকোমাস্টার ও গার্ড) সংকটের কারণে নাজিরহাটগামী ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম।

 

তিনি বলেন, নাজিরহাটগামী আপ-ডাউন ২টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি গত মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ বিশ্রাম নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন ক্রুরা।

যার কারণে প্রতিদিনই লোকোমাস্টার ও গার্ড সংকটে ভুগছে রেলওয়ে।  

ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার আনছার আলী বাংলানিউজকে বলেন, ক্রু সংকট ও করোনার কারণে নাজিরহাটগামী দুটি ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এর আগে বুধবার (২৬ জানুয়রি) থেকে ক্রু সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলরত সাত জোড়া ট্রেনের মধ্যে তিন জোড়া শাটল ট্রেন (শুক্রবার ও শনিবার) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।