ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে দাঁড়াশ ও পদ্মগোখরো সাপ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
হাটহাজারীতে দাঁড়াশ ও পদ্মগোখরো সাপ উদ্ধার  ...

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বসতবাড়ি থেকে দাঁড়াশ ও পদ্মগোখরো সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপগুলো অবমুক্ত করা হয়।

 

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী স্নেক রেসকিউ টিমের সহায়তায় সাপগুলো উদ্ধার করেন।

জানা গেছে, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাসা বাড়ির সদস্যরা দাঁড়াশ ও পদ্মগোখরো সাপ দেখতে পান।

পরে বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী স্নেক রেসকিউ টিমের সহায়তায় সাপগুলো উদ্ধার করেন। পরে সাপগুলো হাটহাজারীর সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

ফজলুল কাদের চৌধুরী বাংলানিউজকে বলেন, ফতেপুরের একটি বসতবাড়ি থেকে দাঁড়াশ ও পদ্মগোখরো সাপ উদ্ধার করা হয়েছে। বিকেলে সাপগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়রি ০২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।