ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পৃথক অভিযানে ৪৬ কেজি গাঁজা উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
পৃথক অভিযানে ৪৬ কেজি গাঁজা উদ্ধার  ...

চট্টগ্রাম: লাকসাম রেলওয়ে থানা ও কুমিল্লা রেলওয়ে পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিনমনি বড়ুয়া, কনস্টেবল মো. আলমগীর হোসেন, হাসানুল ইসলাম, মো. ইমরান হোসেনের বিশেষ অভিযানে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ১নম্বর প্লাটফর্মে পরিত্যক্ত ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

একইদিন লাকসাম রেলওয়ে থানার এটিএসআই মতিউল ইসলাম ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি ট্রেনে ‘গ’ বগির টয়লেটের পাশে ট্রলির মধ্যে কসটেপ মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বাংলানিউজকে বলেন, পৃথক দুটি অভিযানে ৪৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।