ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় শঙ্কার ভোট: ঝুঁকিপূর্ণ ৬ ইউনিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
সাতকানিয়ায় শঙ্কার ভোট: ঝুঁকিপূর্ণ ৬ ইউনিয়ন ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সোমবারের (৭ ফেব্রুয়ারি) নির্বাচন ঘিরে এরই মধ্যে এসব ইউনিয়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এই চারটি ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন বাজালিয়া, ধর্মপুর, খাগরিয়া, সোনাকানিয়াকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আরও ২ ইউনিয়ন কাঞ্চনা ও চরতি ইউনিয়নে সংঘাতের আশঙ্কা করছে কমিশন। তবে অন্য ৬ ইউনিয়নকে গুরুত্বের তালিকায় রাখলেও ঝুঁকিপূর্ণ বলেনি নির্বাচন কমিশন।  

গত ২৯ ডিসেম্বর সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রচারণা শুরু হলে এরই মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সহিংসতার ঘটনা ঘটে। উপজেলার খাগরিয়া, আমিলাইশ, সোনাকানিয়া, ধর্মপুর ইউনিয়নে দুইপক্ষের সংঘর্ষে শতাধিক আহত ও ১ জনের প্রাণহানি হয়।
   
এদিকে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সংঘাত এড়াতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে ৬ সদস্যের পুলিশ টিম। এছাড়াও ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করবে।  

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, নির্বাচনে ১ হাজার ৩৬৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যান্য নির্বাচনে ৩-৪ ইউনিয়ন মিলে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও এবারের নির্বাচনে প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। প্রতিবারের মতো এবারও ভোটের দিন ব্যালট পাঠানো হবে কেন্দ্রে।

নির্বাচনে ১৪৫টি ভোট কেন্দ্রের ৬৭১ বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।