ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুলি বিনিময়, এক কেন্দ্রে দুইবার স্থগিত ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
গুলি বিনিময়, এক কেন্দ্রে দুইবার স্থগিত ভোটগ্রহণ ...

চট্টগ্রাম: সাতকানিয়ার উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুই দফা বন্ধ ঘোষণা করেছেন প্রিসাইডিং কর্মকর্তা। দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথমে একবার ভোটগ্রহণ বন্ধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেলে আবারও গুলি বিনিময় হয়৷ এরপর ভোটগ্রহণ পুনরায় স্থগিত করা হয়েছে। পুলিশের তালিকায় এ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ।  

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আল আমিন বাংলানিউজকে বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

প্রিসাইডিং অফিসার তামজিদুল হক বাংলানিউজকে বলেন, ঝামেলার কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। দুইপক্ষের গুলি বিনিময়ে কেন্দ্রটিতে এখন ভোটার নেই। দুইদফা ঝামেলার কারণে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।