ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগকর্মী, ক্যাম্পাসে উত্তেজনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগকর্মী, ক্যাম্পাসে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয়ে (চবি) বন্ধ রয়েছে স্ব-শরীরে শ্রেণী কার্যক্রম। তবে থেমে নেই শাখা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যকার অন্তঃকোন্দল।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের বগি ভিত্তিক দুই পক্ষকে বিবাদে জড়াতে দেখা যায়।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বিজয় গ্রুপের অনুসারী ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান জিকুকে মারধর করেন সিএফসি গ্রুপের অনুসারীরা।

দুই পক্ষের অনুসারীদের মধ্যে এ খবরে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এসময় সিএফসি গ্রুপের অনুসারীরা শাহ আমানত ও বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেন।  

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলায় একজন আহত হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, আমরা সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেবো। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।