ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি ছাত্রলীগের ...

চট্টগ্রাম: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ ও সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদের নেতৃত্বে মিছিলটি সিঅ্যান্ডবি মোড়  থেকে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশের পবিত্র মাটি ৩০ লাখ শহীদের রক্তে সিক্ত। স্বাধীনতার দুশমন উগ্র সাম্পদায়িক জঙ্গিবাদী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের।

পেট্রল বোমায় ঝলসানো বাংলাদেশ, বাতাসে মানুষ পোড়া গন্ধ, মানুষ হত্যার বীভৎস উৎসব বাংলার মানুষ আর দেখতে চায় না। তাই অচিরেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মহান ভাষার মাসে জঙ্গিবাদ আবারও সারা দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। সারা দেশে সবাই লগি বৈঠা নিয়া প্রস্তুত থাকতে হবে যেখানে নৈরাজ্য সেখানে প্রতিবাদ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিন সায়েম, সাজ্জাদ আলম, মহসিন ফয়সাল, আবু বক্কার, সাগর দাশ, মো. তারেক, সোহাগ, জুনায়েদ হোসেন জামি, মিনহাজ উদ্দিন জোমন, তুহিন দাশ, সাহাদাত হোসেন আবিদ, ফাহিম শাহ, মাহি ফয়সাল, কাজী তফসির, গালিব, তাহাসিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।