ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০ হাজার টাকা জরিমানা দিল ‘আদর্শ বেকারি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
৫০ হাজার টাকা জরিমানা দিল ‘আদর্শ বেকারি’ ...

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ‘আদর্শ বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এ অভিযান পরিচালনা করে।

এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।  

একই অভিযানে পতেঙ্গা থানাধীন কাটগড় বাজার সংলগ্ন ইউসুফ বলির বাড়ি এলাকায় সর্বসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী গেট অপসারণ করে রাস্তাটি এলাকাবাসীর জন্য খুলে দেওয়া হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।