ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৯ বছরেও ফারুক মাহমুদ সিদ্দিকী হত‍্যার বিচার না হওয়া দুঃখের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
১৯ বছরেও ফারুক মাহমুদ সিদ্দিকী হত‍্যার বিচার না হওয়া দুঃখের ...

চট্টগ্রাম: ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি পবিত্র ঈদুল আজহার রাতে বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসার সভায় জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত তৎকালীন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে  সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে নগরের দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর জাসদের সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, নারীনেত্রী সাইফুন নাহার খুশী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মালেক খান, নাসির উদ্দিন রিয়াজ, অ্যাডভোকেট মিলাদুল আমীন, আকতার হোসেন চৌধুরী, সোহেল ইকবাল।  

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক দীপন দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মো. কামাল উদ্দিন, মোহাম্মদ সিরাজ, নবী হোসেন সালাউদ্দিন, ইমরান হোসেন মুন্না, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, নাসির আলী খান পান্না, ভাস্কর দেব, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, শাহাদাত হোসেন ইমরুল, আবদুল করিম, নয়ন বড়ুয়া, ফরহাদ হোসেন, মোহাম্মদ রাসেল, আল আমীন, মো. সুমন, মোহাম্মদ ঈশান, মো. তারেক, সাইমন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের রাজপথের অগ্রসেনানি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতিকে ধারণ করে ন‍্যায়ের পথে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন। তাকে হত‍্যার মধ‍্যদিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার করতে চেয়েছিল।  

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফারুক সিদ্দিকীদের মতো ত‍্যাগী নেতাদের রক্তে আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলেও ১৯ বছরেও এই হত‍্যাকাণ্ডের বিচার না হওয়া এবং তার পরিবারের কোনো প্রকার রাষ্ট্রীয় আনুকূল্য না পাওয়া চরম দুর্ভাগ‍্যজনক।  

সভার আগে ফারুক সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।