ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কমছে করোনার সংক্রমণ, চট্টগ্রামে নতুন আক্রান্ত ২১৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
কমছে করোনার সংক্রমণ, চট্টগ্রামে নতুন আক্রান্ত ২১৭ জন ...

চট্টগ্রাম: জানুয়ারিতে করোনার সংক্রমণ বাড়লেও ফেব্রুয়ারির শুরু থেকে তা কমতে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ২১৭ জন।

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এদিনও মৃত্যুবরণ করেনি কেউ।

এছাড়া গত জানুয়ারির শেষ ১০ দিনে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৭৬১ জন, সেখানে ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ জনে। যা গত মাসের শেষ দশ দিনের চেয়ে ৫ হাজার ৯৩৩ জন কম।

এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্তের বেশিরভাগই অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের গবেষকরা। সম্প্রতি সিভাসুর একদল গবেষণক এ তথ্য জানিয়েছেন। অমিক্রণের সংক্রমণ বাড়লেও এতে তেমন স্বাস্থ্যঝুঁকি নেই বলে দাবি করেন তারা।

চিকিৎসকরা বলছেন, হালকা জ্বর সর্দি কাশি হলেও অবহেলা করার সুযোগ নেই। নিজে সচেতন থাকার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা জরুরি।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।