ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু  মো. বেলায়েত হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. বেলায়েত হোসেন (২০) হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন।  

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

বেলায়েত হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার পিতা বোরহান উদ্দিন এবং মা আঙ্গুরা বেগম।

তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় একটা ভাড়া বাসায় অ্যালকোহল পান করে তিনি অসুস্থ পড়েন। পরে তাকে সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে আসেন। চবি মেডিক্যাল থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চবি মেডিক্যালের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব বাংলানিউজকে বলেন, ভোর ৪টা ২০মিনিটের দিকে বেলায়েত হোসেনকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিলো। সহপাঠীদের একজনের ভাষ্যমতে, সে ক্যারো নামক অ্যালকোহল পান করেছিলো। সে সময় কর্তব্যরত চিকিৎসকরা এমনটাই বলেছেন। পরে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলে সেখানে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।