ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে দুই ছাত্রী নিহতের ঘটনায় মামলা, সার্জেন্ট ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ফটিকছড়িতে দুই ছাত্রী নিহতের ঘটনায় মামলা, সার্জেন্ট ক্লোজড ফাইল ছবি

চট্টগ্রাম: ফটিকছড়ি থানায় হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্রী চাঁদের গাড়ি উল্টে নিহতের ঘটনায় হাইওয়ে থানার সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় জিপচালককে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব।  

ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির পেলাগাজি দীঘি সংলগ্ন এলাকায় ধানবাহী চাঁদের গাড়ি উল্টে দুই ছাত্রী নিহত হয়।

নিহত মিশু আকতার (১৬) দক্ষিণ পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের মেয়ে। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের মেয়ে। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক, হেঁয়াকো সড়ক, বারৈয়ারঢালা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা টিআই ও সার্জেন্টের মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখিল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহদাৎ হোসাইন বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

টিআই নিখীল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত সাময়িক বরখাস্তের কোন কাগজপত্র পাইনি।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।