ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই কলেজে পাস করেনি কেউ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
দুই কলেজে পাস করেনি কেউ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দুইটি কলেজের ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের কেউই কৃতকার্য হতে পারেননি।  

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ডের দেওয়া তথ্যে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নগরের কোতোয়ালী থানাধীন আইডিয়াল কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন।

তিনি অকৃতকার্য হয়েছেন। এছাড়াও খাগড়াছড়ি জেলার মহালছড়ির বৌদ্ধ শিশুঘর হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ জন পরীক্ষার্থীর কেউই কৃতকার্য হতে পারেননি।  

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, দুইটি কলেজের ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি। বিষয়টি আমরা দেখবো। অকৃতকার্য হওয়ার কারণ বের করে ওই কলেজ দুটির বিষয়ে সিদ্ধান্ত নিবো।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।