ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফাতেমা জোহরা বেগম রত্নগর্ভা মা: মাহতাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ফাতেমা জোহরা বেগম রত্নগর্ভা মা: মাহতাব বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম একজন রত্নগর্ভা মা। ১৯৭২ সালে প্রিয়তম স্বামীকে হারানোর পর মহীয়সী এ নারী একা সংসারের হাল ধরেছেন।

সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন। উনার সন্তানেরা আজ স্ব স্ব  জায়গায় প্রতিষ্ঠিত।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ওয়াসা সম্মেলন কক্ষে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মাতা ফাতেমা জোহরা বেগম'র মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, উনার এক সন্তান বর্তমানে দ্য চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি। আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এক সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। আরেক সন্তান জিইসি'র মুখ্য পদে আসীন। ছোট সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সফল ব্যবসায়ী। ত্যাগ তিতিক্ষা আর জীবনযুদ্ধে জয়ী এ নারী আমাদের বাঙালি পরিবারতন্ত্রের এক অনন্য উদাহরণ।  

ওয়াসা সিবিএর সভাপতি এনায়েত উল্লাহর  সভাপতিত্বে এতে আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমুদ্দিন আহমেদ, উপদেষ্টা শফর আলী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, ওয়াসা শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, সহ-সভাপতি মীর লোকমান, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, দফতর সম্পাদক অরুণ ঘোষ, আপ্যায়ন সম্পাদক ফজলুল কাদের, ক্রীড়া সম্পাদক মাহবুব, আনোয়ার, মহরম, ফরহাদ রেজোয়ান, জাকারিয়া, কামরুল, শহিদুল ইসলাম খান, শিবাঙ্করসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।