ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলদস্যুর কবল থেকে ৪ জনকে উদ্ধার, অস্ত্রসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
জলদস্যুর কবল থেকে ৪ জনকে উদ্ধার, অস্ত্রসহ আটক ৫

চট্টগ্রাম: চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-৭।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মো.নুরুল আবছার।

 

তিনি জানান, ৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অপরাধে কুখ্যাত জলদস্যূ কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জন জলদস্যু আটক করা হয়েছে।  এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও একটি ট্টলার উদ্ধার করা হয়।

অপহৃত ৪ জন জনকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত আগামীকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে র্যাবের চাঁদগাঁও  ক্যাম্প প্রেস ব্রিফিং  করা হবে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।