ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের মামলায় কারাগারে জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
দুদকের মামলায় কারাগারে জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক প্রতীকী ছবি

চট্টগ্রাম: ২৮ লাখ ১১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

ফয়সাল সিদ্দিকী নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার জয়নাল আবেদিনের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এফআই কবির আহমদ মানিক ও জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী পরস্পর যোগসাজশে অবৈধ চুক্তি করে সরকারি জায়গা দখল ও হস্তান্তর করে ২৮ লাখ ১১ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ অভিযোগে ২০২১ সালের ৯ নভেম্বর দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন সহকারী পরিচালক মো. আবু সাঈদ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, দুদকের মামলায় জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।