ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধার, আটক ১ ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার ৩৫ নম্বর ওয়ার্ড চাকতাই এলাকার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল ঘিসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। আটক মো. সাজ্জাদ (২৪) পটিয়া থানার জিরি এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।

  

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার এ তথ্য জানান ।  

তিনি জানান, চাকতাই এলাকার তিন তলা ভবনের নিচতলার গুদামের ভেতরে বিক্রির উদ্দেশ্যে ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পামঅয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোনো উপাদান ছাড়াই ঘি তৈরির কাজ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মো. সাজ্জাদকে আটক করা হয়।

এ সময় গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল ঘি জব্দ করা হয়।  

গোডাউনের ভেতর পামঅয়েল, ডালডা, ঘিয়ের ফ্লেভার দিয়ে কোনো প্রকার দুধের উপাদান ছাড়াই ভেজাল ঘি তৈরি করে। বিএসটিআইর অনুমোদন ছাড়াই অবৈধভাবে নিম্নমানের উপাদান দিয়ে ঘি উৎপাদন করছে। এছাড়াও তারা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব ঘি বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করে থাকে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।