ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কদলপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
কদলপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা  সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সাংবাদিক মোহাম্মদ আলী

চট্টগ্রাম: সমাজে গুণীর কদর হলে, গুণীরা ভালো কাজে আরো উৎসাহিত হন। রাউজানের কদলপুর এমন একটি আলোকিত ইউনিয়ন, এখানকার বহু গুণী দেশ ও জাতীয় পর্যায়ে অবদান রাখছেন।

রাউজান কদলপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের কদলপুর মোহাম্মদীয়া সমাজের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ইউপি সদস্য লাভলী আকতার, মোহাম্মদ শওকত উদ্দিন চৌধুরী ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।  

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী।

 

সংবর্ধিত অতিথি ছিলেন কদলপুর ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। মোহাম্মদীয়া সমাজের সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, মো. ফরহাদের সঞ্চালনায় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম চৌধুরী, মোবারক শাহ চৌধুরী, সাইফুল হক চৌধুরী সাহাবু, এসএম হারুনু, শওকত উদ্দিন চৌধুরী, খোরশেদুল আলম, দিদারুল আলম, বিশ্বজিত ভট্টাচার্য্য, সংবর্ধিত এনামুল হক চৌধুরী, শফিউল আলম চৌধুরী, পংকজ ভট্টাচার্য্য, মামুনুর রশীদ, হাছান মুরাদ চৌধুরী, রবিউল হোসেন চৌধুরী, মো. শাহেদ, শাহাদাত হোসেন, লোকমান হাকিম চৌধুরী, রায়হান রেজা, মো. জাহেদ, মো. এখতিয়ার, ইউপি সদস্য আলী আকবর, মো. মনতাজ, আবছার, মুরাদ, বাবুল, হাছিনা বেগম, এ্যানি বড়ুয়া প্রমুখ।  

সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, কদলপুরের প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে অগ্রগতিতে যে ভূমিকা রাখছে, তা প্রশংসার দাবি রাখে।  

তিনি বলেন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উন্নয়নের ধারাবাহিকতায় নবনির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নকাজে শামিল হবেন সেটাই আশা রাখি।  

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আমি কদলপুরকে পলিথিন, মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক কদলপুর গড়ার চেষ্টা চালিয়ে যাবো।  

পরে প্রধান অতিথি মোহাম্মদ আলী সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন।        

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।