ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ২১'শ একরে সাইকেলে ২১ চক্কর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
চবির ২১'শ একরে সাইকেলে ২১ চক্কর ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে 'চিটাগং ইউনিভার্সিটি সাইক্লিস্ট' ২১শ' একরের ক্যাম্পাসে ২১ বার চক্রাকারে ঘুরেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট'র কো-ফাউন্ডার রাইসুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভাষাশহীদদের স্মরণে অনেকে অনেকভাবে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। কেউ ২১ কিলোমিটার দৌড়ান, কেউ হাঁটেন।

আমরা সাইকেলে চড়ে বিশ্ববিদ্যালয়ের ২১শ’ একরে ৭টি পয়েন্টকে কেন্দ্র করে ২১বার ঘুরেছি। আমাদের ৪০ জন রাইডার এতে অংশ নিয়েছেন। এর আগে আমরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্ট জাতীয় দিবসগুলোতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন করবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।