ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে শুরু হলো বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
আইআইইউসিতে শুরু হলো বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন  ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শুরু হলো বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইআইউসি'র কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করেন আইআইউসি'র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

আইআইইউসি'র বিজ্ঞান অনুষদের অধীনে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির উপর প্রায় ৫০০ গবেষণা পত্র জমা পড়ে। এ সম্মেলন চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'সৃষ্টিকর্তা সবাইকে জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানকে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শাণিত করে আমাদের কাজে লাগাতে হবে। এ আন্তর্জাতিক সম্মেলনে যে উদ্ভাবন হবে, তা দিয়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করার পথ তৈরি হবে। ' 

তিনি বলেন, 'বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবেও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযুক্তির বিকল্প নেই। আগামীর পৃথিবীর চ্যালেঞ্জ হবে প্রযুক্তি নির্ভর। সেই চ্যালেঞ্জ আমাদের তরুণদের জয় করতে হবে। '

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, 'আজকাল দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন গবেষণা হয় না। সে জায়গা থেকে আইআইইউসি'র শিক্ষার্থী ও শিক্ষকরা গবেষণায় মনোনিবেশ করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এসব গবেষণার মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারবো, নতুন কিছু উদ্ভাবন হবে। '

তিনি বলেন, 'আইআইইউসি আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা নতুন যে টিম গত মার্চে দায়িত্ব গ্রহণ করেছি, তারা অনেক সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন মুহাম্মদ নদভী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অত্যন্ত শক্তিশালী শিক্ষক টিম আমাদের রয়েছে। আইআইইউসি সম্পর্কে বাইরে যে ধারণা ছিল সেটি আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। আইআইইউসি সবার জন্য। এখানে শুধু মুসলিম না, সবাই পড়াশোনা করতে পারবে। '

বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির সভাপতি প্রফেসর ডা. এম কায়কোবাদ বলেন, 'দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম আইআইইউসি। আজকের আন্তর্জাতিক সম্মেলন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আইআইইউসিকে আলাদা করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ গড়তে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সে কাজটাই করবে আইআইইউসি'র শিক্ষক ও শিক্ষার্থীরা। '

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ডা. এম মশিউল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইআইইউসি'র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মছরুরুল মওলা, আইআইইউসি'র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, আন্তর্জাতিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, টেকনিক্যাল সেক্রেটারি তানভির আহাসান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন প্রমুখ। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।