ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাটলের দাবিতে চবির মূল ফটকে তালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
শাটলের দাবিতে চবির মূল ফটকে তালা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নিয়মিত শাটল ট্রেন চালু করার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় চবির মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে লেখা প্লেকার্ড হাতে নিয়মিত শাটল ট্রেন চালু করার দাবি জানাতে দেখা যায়। ‘আর কত ভোগান্তি’, ‘শাটল ট্রেন চালু করো’, ‘নিয়মিত শাটল চাই’, স্লোগানে প্লেকার্ড হাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কবির হোসেন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছেন। প্রক্টরিয়াল বডির সদস্যরা এসেছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে মাইলেজ ইস্যুতে গত ২৬ জানুয়ারি লোকোমাস্টাররা কর্মবিরতিতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে গত ২২ ফেব্রুয়ারি ক্যাম্পাস খুলে দেওয়া হলেও চবির তিন জোড়া শাটল ট্রেন এখনও চালু হয়নি। এছাড়া অনিবার্য কারণে গত নভেম্বর থেকে বন্ধ রাখা হয়েছে চবির ডেমু ট্রেন। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন চবির হাজারও শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।