ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০০ পিস স্বর্ণের বার উদ্ধার, ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
১০০ পিস স্বর্ণের বার উদ্ধার, ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে ১০০ পিস স্বর্ণের বার উদ্ধারের মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে আগামী ২৭ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে ৬ জনের উপস্থিতিতে অভিযোগ গঠন সম্পন্ন হয়।

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করলেও তা নাকচ করে দেন আদালত।

অভিযুক্তরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মেলেং বাজার এলাকার প্রবেদ সাহা চৌধুরী ছেলে পংকজ সাহা চৌধুরী (৪০), রাউজান থানার নোয়াপাড়া নিরামিশ পাড়ার মৃত হাজি আমিনুল হকের ছেলে আশরাফুল হক রুবেল (৩৭), নারায়ণগঞ্জ সদর থানার সুতার পাড়ার মৃত পরেশ চন্দ্র সাহার ছেলে প্রণয় কুমার সাহা বা লাবু (৫৯), চাঁদপুর জেলার কচুয়া থানার বায়েক এলাকার মৃত নারায়ণ চন্দ্র সেনের ছেলে বিশ্বজিত কুমার সেন প্রকাশ বঙ্গ (৩৮), কুমিল্লা জেলার তিতাস থানার গোবিন্দপুর এলাকার ঠাকুর বাড়ির মৃত চন্দ্র রায়ের ছেলে গোপাল চন্দ্র রায় (৩৮), লোকনাথ রায় (৪৮), মো. বিল্লাল হোসেন কাদের (২৮), মো. রাসেল (২৫), সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নের কাজির পাড়া আশরাফ মিয়ার বাড়ির মৃত আশরাফ মিয়ার ছেলে মো. লোকমান গনি (৪৮), রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের কমলাছড়ি এলাকার মৃত নূর আহম্মদের ছেলে আমিনুল হক বাবুল প্রকাশ আলমাস বাবুল (৫৬)।

আদালত সূত্রে জানা যায়, সংঘবদ্ধভাবে অবৈধ উপায়ে চোরাই পথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে স্বর্ণের বার আনা হয়। ২০১৯ সালের ৩ মার্চ রাত পৌনে ১০টার দিকে কোতোয়ালী থানার সিআরবি সাত রাস্তার মোড়ে একটি প্রাইভেটকার থেকে ১০০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১১ কেজি ৬৬২ গ্রাম ও বাজার মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।  

মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ১০০ পিস স্বর্ণের বার উদ্ধারের মামলায় ১০ জন আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) এর ১(বি)/ ২৫ ডি ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগপত্র গঠনের সময় আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে আদালত ১০ জনকেই অভিযুক্ত করে চার্জ গঠন করেছে। আগামী ২৭ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।