ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির আইইআরের নতুন পরিচালক ড. গোলাম মহিউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
চবির আইইআরের নতুন পরিচালক ড. গোলাম মহিউদ্দিন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আইইআরের পরিচালক হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. বশির আহম্মদ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

২০১৮ সালের ১০ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. বশির আহম্মদকে নিয়োগ দেওয়া হয়েছিল।

বর্তমানে প্রফেসর ড. বশির আহম্মদকে পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ১ম সংবিধির ৭ নম্বর ধারা মোতাবেক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে সহযোগী অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনকে নিয়োগ করা হলো। যোগদানের তারিখ থেকে আগামী ৩ বছর অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।