ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নারী উন্নয়ন ব্যতীত সমাজের অগ্রগতি অসম্ভব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
নারী উন্নয়ন ব্যতীত সমাজের অগ্রগতি অসম্ভব

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে পালন করা হয়েছে নারী দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান।

এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন জোর করে হয় না বরং যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হয়।

নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগোবে। তবে নারী উন্নয়ন ব্যতীত সমাজের সামগ্রিক অগ্রগতি অসম্ভব। বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে নারীরা। দেশের অর্থনীতি উল্লেখযোগ্য অবদান রাখছে তারাই। যোগ্যতার প্রমাণ দিয়ে নারীরা এখন সব পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, উপ উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, সংবর্ধিত অতিথি অধ্যাপক হাসিনা জাকারিয়া, বিভিন্ন বিভাগের প্রধানরা।

ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রেহেনুমা সুলতানা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ এবং কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সেহেলী নারগিস।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।