ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
লোহাগাড়ায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক ...

চট্টগ্রাম: লোহাগাড়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার ( ২২ মার্চ) দুপৃরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লোহাগাড়ায় বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে ট্রাক চালিয়ে ৫ জন মেধাবী ছাত্রকে নির্মম ও নৃশংসভাবে হত্যার ঘটনায় লাইসেন্সবিহীন চালককে আটক করা হয়েছে। আটক চালক শারীরিকভাবে অযোগ্য ও অর্ধপঙ্গু।

এ বিষয়ে চান্দগাঁও ক্যাম্পে প্রেস বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।

সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আধুনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।

>> লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।