ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৈলতলী উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
বৈলতলী উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী  ...

চট্টগ্রাম: নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে চলছে চন্দনাইশের বৈলতলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব। দীর্ঘদিন পর প্রিয় প্রাঙ্গণে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই।

 

শুক্রবার (২৫ মার্চ) সকালে বের করা হয় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। বর্তমান ও প্রাক্তন দুই হাজারের বেশি শিক্ষার্থী যোগ দেন পুনর্মিলনী উৎসবে।

ফেলে আসা দিনের স্মৃতিচারণ করেন নাচ-গান আর কথামালায়।

১৯৫২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর তৃতীয় পুনর্মিলনীতে পুরো ক্যাম্পাস সেজেছিলো বর্ণিল সাজে। উৎসবে উপস্থিত ছিলেন বৈলতলী উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি আবুল হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক দিলীপ কুমার সুশীল, সদস্য সচিব অ্যাডভোকেট রোকনুজ্জামান মুন্না, প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।