ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসু শিক্ষক সমিতির সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
সিভাসু শিক্ষক সমিতির সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষক সমিতির ২০২২-২৩ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত প্রগতিশীল শিক্ষক ফোরামের প্রার্থীরা।

সভাপতি হয়েছেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. মাসুদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো.মেজবাহ উদ্দিন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় নির্বাচন পরিচালনায় গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী বিজয়ীদের নাম ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোনসুর আহমেদ ও শাহিদা আরফিন শিমুল।

 

কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে অ্যানিম্যাল সাইন্সেস অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলি বিশ্বাস, যুগ্ম সম্পাদক ড. আমীর হোসেন সৈকত, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গউজ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. সাদেকুর রহমান খান, দফতর সম্পাদক মো. মজিবুল হক, সদস্য অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান, শিরীন আক্তার, ড. মো. ফয়সাল, দিলশাদ ইসলাম, ড. মো. মহিউদ্দীন জাহাঙ্গীর, ডা. ইফতেখার আহমেদ রানা, মো. মাইন উদ্দিন মামুন ও মতিউর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ৩১ মার্চ, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।