ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোদেলা বিকেলের মেজবানি মাংসের কদর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
রোদেলা বিকেলের মেজবানি মাংসের কদর ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের এমএ আজিজ স্টেডিয়াম এলাকার অভিজাত রোদেলা বিকেল রেস্টুরেন্টে প্রতিবছরের মতো এবারও বাহারি ইফতারের পসরা সাজানো হয়েছে।

রোববার (৩ এপ্রিল) বেলা দেড়টা থেকে শুরু হয় জমজমাট বেচাকেনা।

 

এবার দেশি চিকেন, মাটন হালিম কেজি ৮০০, মেজবানি গরুর মাংস ১ হাজার ১০০ টাকা, মিহি দানা বা বুরিন্দা ১০০ গ্রাম ৮০ টাকা, জিলাপি ১০০ গ্রাম ৭০ টাকা, লাচ্ছা জিলাপি ১০০ গ্রাম ৮০ টাকা বিক্রি হচ্ছে।

ইফতারের মধ্যে রয়েছে- মাটন কলিজা সিংগাড়া, পাটিসাপটা, চিকেন সমুচা, ফিরনি, স্পেশাল পরোটা, চিকেন তান্দুরি, চিকেন চাপ, চিকেন ললিপপ, বটি কাবাব, ফিশ ফিংগার, কাচ্চি বিরিয়ানি, আকনি বিরিয়ানি, মাটন পায়া, শর্মা, এগ রোল, ফিশ টিক্কা কাবাব, টক দই, মিষ্টি দই ইত্যাদি।

রোদেলা বিকেলের ব্যবস্থাপক বলেন, পবিত্র রমজানের ইফতার আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে যত্নের সঙ্গে তৈরি করি। আমাদের সব উপকরণ গ্রাহকদের জন্য সাজিয়ে রেখেছি। ধুলোবালিমুক্ত পরিবেশে গ্রাহকের পছন্দের ইফতার প্যাকেট করে দিচ্ছি। আমাদের হটলাইনে অগ্রীম অর্ডার দিলে প্যাকেট করা হয়।

তিনি জানান, প্রথম দিন ভালো সাড়া পাচ্ছেন গ্রাহকদের।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।