ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুজিবুল হককে রাজনৈতিক অসততা স্পর্শ করতে পারেনি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
মুজিবুল হককে রাজনৈতিক অসততা স্পর্শ করতে পারেনি ...

চট্টগ্রাম: উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, এম মুজিবুল হক ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তাকে রাজনৈতিক অসততা, লোভ-লালসা কখনো তাকে স্পর্শ করতে পারেনি।

 

সোমবার (১১ এপ্রিল) ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মুজিবুল হক চৌধুরী'র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, প্রগতিশীল সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীবিদ ছিলেন মুজিবুল হক।

প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণকর্মী ছিলেন তিনি।  

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক বোরহান আহমেদের সঞ্চালনায় ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন নাজিম উদ্দিন মুহুরী।  

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের আহবায়ক ও ফটিকছড়ি পৌর সভার মেয়র ইসমাইল হোসেন, মুহাম্মদ সাজেদুল হক, মো. জিয়াউল হক, হাজি আবুল কাশেম, মো. জালাল হোসেন, হাবিব মাহমুদ সাজ্জাদ, রাইসুল ইসলাম এমিল, মো. শাহাবুদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল, হাফেজ মো. শাজাহান, মাওলানা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোসেন, শরীফ চৌধুরী, মো. আলমগীর, মো. এনাম প্রমুখ ।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।