ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
শাহ আমানতে সিগারেট জব্দ ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটের একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে।  

এর মধ্যে ৭৭ মিনি কার্টন ডানহিল, ২০ মিনি কার্টন ইজি ও ৪০ মিনি কার্টন মন্ড সিগারেট রয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে কাস্টম হাউস চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট এসব সিগারেট জব্দ করে।

এ সময় জার্মানির ৩৮ পিস Procomil Spray, ইউকে’র ৮৩ পিস Avoquin 4% Cream এবং ১৬৭ পিস Rowatinex Tablet জব্দ করা হয়।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী জানান, বর্ণিত পণ্যসমূহ আমদানি নীতি আদেশ, ২০১৮-২১ অনুযায়ী আমদানি নিষিদ্ধ/নিয়ন্ত্রিত/শর্তযুক্ত হওয়ায় শুল্ক আইন, ১৯৬৯ মোতাবেক ডিএম করা হয়েছে; যা বাজেয়াপ্তসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।