ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
হালদায় অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ

চট্টগ্রাম: হালদা নদীতে সাড়াশি অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার (২১ টি) ঘেরাজাল জব্দ ও একটি মাছ ধরার নৌকা ধ্বংস করা হয়েছে।  

শনিবার (১৬ এপ্রিল) ভোরে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।

 

জানা গেছে, অভিযানে হালদা নদীর দুইপাড়ে হাটহাজারী-রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ২১ টি ঘেরাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ১২ হাজার মিটার।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হালদায় আসন্ন প্রজনন মৌসুমে মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।