ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাজীর দেউড়িতে আগুন, রক্ষা পেলো মার্কেট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
কাজীর দেউড়িতে আগুন, রক্ষা পেলো মার্কেট ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ি এলাকায় এপোলো শপিং সেন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৮ এপ্রিল) ভোর ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নন্দনকানন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এতে বিভিন্ন সেবা সংস্থার তার পুড়ে যায়। আগুন এক খুঁটি থেকে রাস্তার অপর পাশে আরেক খুঁটিতে ছড়িয়ে পড়ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত না এলে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়তো। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।  

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কাজীর দেউড়ি এপোলো শপিং সেন্টারের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ টিঅ্যান্ডটি সার্ভার বক্সে আগুন লাগে। তারে বিদ্যুৎ থাকায় রাস্তার অপর প্রান্তেও আগুন ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।