ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নতুন নোট বিনিময় শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
চট্টগ্রামে নতুন নোট বিনিময় শুরু বুধবার ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখায় নতুন টাকার নোট বিনিময় শুরু হচ্ছে বুধবার (২০ এপ্রিল)। নির্ধারিত ব্যাংক শাখাগুলো হলো- ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা এবং প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখা।

সূত্র জানায়, ২০-২৮ এপ্রিল পর্যন্ত মোট ৭ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের দুটি কাউন্টার (পুরুষ ও নারী) এবং বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি শাখার মাধ্যমে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকা নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে।

বিনিময়কালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রাও নিতে পারবেন।

 

এবি ব্যাংক ইপিজেড শাখার কর্মকর্তা আহসানুল হাবিব বাংলানিউজকে জানান, গত দুই বছর আমাদের শাখায় নতুন নোট বিনিময় করা হয়নি। এবার বাংলাদেশ ব্যাংক বরাদ্দ দিলে সুষ্ঠুভাবে নোট বিনিময়ের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।