ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে ৮ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
হালদায় অভিযানে ৮ হাজার মিটার জাল জব্দ  ...

চট্টগ্রাম: হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৮ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঘণ্টাব্যাপী হালদা নদীর মোহনা ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া ও সদরঘাট নৌ থানার অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধভাবে পাতানো দাবিদারহীন ৪টি দীর্ঘ আকৃতির সুতার ভাসান জাল পাতানো অবস্থায় উদ্ধার করা হয়।

এসব জালের দৈর্ঘ্য আনুমানিক ৮ হাজার মিটার।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, হালদা নদীর মা-মাছ রক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবার সহযোগিতা চাই।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।