ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জীবন গঠনের সংবিধান শ্রীমদ্ভগবদ্গীতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
জীবন গঠনের সংবিধান শ্রীমদ্ভগবদ্গীতা  বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের যুগপূর্তি উৎসবে বক্তারা।

চট্টগ্রাম: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের যুগপূর্তি উৎসব ও বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২২ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।  

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উত্তম মহাজন নব’র সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত।

২য় অধিবেশনে যুব ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে। বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাসের সভাপতিত্বে ৩য় অধিবেশনে ধর্মসম্মিলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার।
 

মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় ১ম, ২য় ও ৩য় পর্বে উদ্বোধক ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়। আশীর্বাদক ছিলেন সাধিকা মা কানন বালা দেবী এবং চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ।

মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, সদস্য সচিব অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য্য ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও উপদেষ্টা আশুতোষ সরকার।  

অধ্যাপক বনগোপাল চৌধুরীর সভাপতিত্বে ও উত্তম কুমার শীল এবং আনন্দ চক্রবর্তীর সঞ্চালনায় ধর্মসম্মিলনে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, দিলীপ কুমার শীল, তপন কান্তি রায়, শিবু প্রসাদ দত্ত, ডা. অঞ্জন কুমার দাশ, শিল্পপতি অমল দাশ, তপন কান্তি ধর, শম্ভু দাশ, লায়ন কৈলাশ বিহারী সেন, অমল দাশ, সুলাল চৌধুরী, সুকুমার দাশ, মানিক রতন শর্মা। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আশীষ কুমার পাঠক, প্রদীপ চক্রবর্তী, হারাধন চন্দ্র পাল, অপূর্ব ধর প্রমুখ। শিল্পী অনুপম দেবনাথ পাভেল, তপন দাশ, বিবরণ দাশ সহ বাগীশিক শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান।

অনুষ্ঠানে বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি গীতা প্রশিক্ষক দিলীপ কুমার ভট্টাচার্য্য ও গীতা প্রশিক্ষক তপন কান্তি নাথ তপুকে শিক্ষক সম্মাননা, মহানগর সংসদের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের সম্মাননা স্মারক এবং গীতা স্কুলের শিক্ষকদের সম্মাননা ও বার্ষিক গীতা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। সমস্বরে গীতাপাঠে অংশগ্রহণ করেন অভয়মিত্র মহাশ্মশান গীতা নিকেতন, চাক্তাই লোকনাথ ধাম, গীতায়ণ’র শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে বাগীশিক কেন্দ্রীয়, জেলা, মহানগর ও বিভিন্ন থানা সংসদ কর্মকর্তা, অভিভাবক ও গীতা স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, গীতা হচ্ছে জীবন গঠনের সংবিধান। গীতা মানুষকে উদার ও মহৎ হওয়ার শিক্ষা দেয়। নৈতিক শিক্ষার পাশাপাশি সন্তানদের শৈশব থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারলে আদর্শ জীবন গঠন সম্ভব।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।