ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পথশিশুদের সাথে হেলাল আকবর বাবরের ঈদ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ৩, ২০২২
পথশিশুদের সাথে হেলাল আকবর বাবরের ঈদ উদযাপন ...

চট্টগ্রাম: নগরের সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ঈদ উদযাপন করেছেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

মঙ্গলবার (৩ মে) ঈদের নামাজ শেষে পুরাতন রেল স্টেশন ও নন্দনকানন এলাকায় শিশুদের মাঝে তিনি ঈদের সেমাই ও নতুন টাকার ঈদ সালামি বিতরণ করেন।

এসময় আনন্দে আত্মহারা হয়ে ওঠে এসব শিশুরা। তিনি তাদের সাথে ছবি তুলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ কোনও নির্দিষ্ট শ্রেণি-গোষ্ঠীর নয়, এই উৎসব সমাজের ধনী-গরীব সকল পেশার মানুষের। তাই ঈদ আনন্দ সুবিধাবঞ্চিতদের সাথে ভাগাভাগি করতে আমার এই আয়োজন। সেমাই ও নতুন টাকা পেয়ে তারা যে আনন্দ পেয়েছে সেটাই আমার কাছে এই বছরের অন্যরকম এক ঈদ আনন্দ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০৩, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।