ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খাটের নিচে লুকানো ছিল চোলাই মদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ৪, ২০২২
খাটের নিচে লুকানো ছিল চোলাই মদ ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটা জলিলগঞ্জ এলাকায় বাসার খাটের নিচে লুকিয়ে রাখা ১১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনিক দে (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ মে) রাতে কন্ট্রাক্টর কলোনির আনোয়ারা বেগমের ভাড়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।  

অনিক কক্সবাজারের চকরিয়া থানার ডুলাহাজারা রংমহল এলাকার নিরানন্দের বাড়ির মৃত সুরেশ চন্দ্র দে এর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কন্ট্রাক্টর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় আনোয়ারা বেগমের ভাড়া ঘরে খাটের নিচ থেকে ১১০ লিটার চোলাই মদ উদ্ধার ও এক যুবককে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ০৪, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।