ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী-হালদা মোহনা থেকে উদ্ধার ৩০ হাজার রেনু পোনা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ১১, ২০২২
কর্ণফুলী-হালদা মোহনা থেকে উদ্ধার ৩০ হাজার রেনু পোনা 

চট্টগ্রাম: কর্ণফুলী-হালদা নদীর মোহনায় কালুরঘাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৩০টি চিংড়ি রেনু ধরার ঠ্যালা জাল জব্দ করা হয়েছে। রেনু পোনার পরিমাণ প্রায় ৩০ হাজার।

পরে পোনাগুলা নদীতে অবমুক্ত করা হয়।

বুধবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো অভিযানে এসব রেনুপোনা জব্দ করা হয়।

 

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৩০ হাজার চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। আটককৃত চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত নৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া হয় এবং ঠ্যালা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।  

অভিযানে সদরঘাট নৌ থানা পুলিশের টহলদলের সদস্য এএসআই জয়নাল আবেদীন, এএসআই উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১১ মে, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।