ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সিএসসি বিভাগের উদ্যোগে কর্মশালা  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ১২, ২০২২
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সিএসসি বিভাগের উদ্যোগে কর্মশালা  

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে Outcome based Accreditation শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব।

প্রধান অতিথির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন. শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আউটকাম নির্ভর ক্যারিকুলাম প্রয়োজন।

সেই লক্ষ্যে সরকার ইতোমধ্যে শিক্ষা মন্ত্রনালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এই বিষয়ের আলোকে বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল সকল বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন নির্দেশনা প্রদান করছে। সেই নিরিখে আজকের এই কর্মশালা।  

বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আ ন ম ইউসুফ চৌধুরী, কী নোট স্পীকার হিসেবে  উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও আই ই বি এর বোর্ড অব এক্রিডিটেশন ইঞ্জিনিয়ারিং অব টেকনিক্যাল এডুকেশনের সেক্রেটারিয়েল কমিটির সদস্য অধ্যাপক ড. এ কে এম. মুজাহিদুল ইসলাম।

বিভাগের প্রভাষক সাবরিনা জাহান মাইশার সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরুল আবছার।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ১২, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।